হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনের প্রাণ নাশের হুমকির প্রদান করায় থানায় অভিযোগ

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে ভাড়াটিয়া এবং পৌরসভার বাহির হইতে অধিক সংখ্যক লোক এনে প্রার্থী বদলের দাবিতে মানব বন্ধন শিরোনামে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স ও অন লাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশে ফলে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনকে প্রাণ নাশের হুমকি প্রদান করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। (যার নং- ১৫১৬, তাং- ৩১.১২.২০২০ইং)। অভিযোগ পত্র সূত্রে জানা যায়, আসন্ন কলারোয়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনিরুজ্জামান বুলবুল মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। ওই মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থী ভাড়াটিয়া এবং পৌরসভার বাহির হইতে অধিক সংখ্যক লোক এনে প্রার্থী বদলের জন্য মানব বন্ধন করে।

এঘটনায় কলারোয়ার নাকিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের পুত্র এশিয়ান টেলিভিশন ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি এবং অনলাইন নিউজ পেপার নিউজ অব কলারোয়া, সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩১ ডিসেম্বর ০১৭৩৪-৬৬৯০৮০ এই মোবাইল নাম্বার হইতে তাকে জনি নামের একজন হত্যার হুমকি প্রদান করে। একই দিন ১৬:৫৭ ঘটিকায় ০১৭১২-১১০২২৮ মোবাইল ফোন ০১৭৭০-০৬৯৯৫৯ হতে নাম প্রকাশ না করে হত্যার হুমকি প্রদান করে এবং ১৭:০৭ ঘটিকায় মঙ্গোল নামের আরো একজন এই সংবাদ প্রকাশ করার জন্য প্রাণনাশের হুমকি দেয় এবং যেখানে পাবে সেই স্থানে মারধর করে হাত পা ভেঙ্গ দেওয়ার হুমকি প্রদান করে। এঘটনায় তিনি নিরাপত্তার দাবিতে এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচাওে দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন