কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় জনতার সহযোগীতায় পুলিশি অভিযানে মোটরসাইকেল সহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, রবিবার(৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভাধীন পাবলিক ইনস্টিটটিউট সংলগ্ন টাইলসের দোকানের সামনে থেকে এক ছিনতাইকারী কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওযার চেষ্টা করে।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা থাকে ধাওয়া করলে থানা পুলিশের সহায়তায় ছিনতাইকারী কামরুল হাসানকে(২৬) কে আটক করা হয়। সে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃতঃ আব্দুস সালামের সুদর্শন ছেলে। ছিনতাইকৃত মোটরসাইকেল ( Yamaha 149 cc) সহ কামরুল হোসেনের নামে থানায় একটি নিয়মিত মামলা দাযের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারীকে(আসামী) সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
