কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার জয়নগর ইউনিয়নসহ একাধিক ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন ঘরের অগ্রগতি ও নতুন ঘরের লে আউট প্রদান কাজের উদ্বোধন করা হয়। এ সকল কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকালে জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামে প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি অর্থায়নে নির্মাণাধীন ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শনকালে ইউএনও মৌসুমী জেরীন কান্তা ঘরের অগ্রগতি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া তিনি যুগিখালী ইউনিয়নে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ক’ ও ‘খ’ শ্রেণীর নির্মাণীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন। এ দিকে ইউএনও মৌসুমী জেরীন কান্তা নিজে উপস্থিত থেকে চন্দনপুর ও যুগিখালী ইউনিয়নের ‘ক’ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের ১২’টি ঘরের লে আউট প্রদান কাজের উদ্বোধন করা হয় । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীপরিবারবৃন্দ।