কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কলারোয়ায় এক ভাঙ্গাড়ির দোকানে আকস্মিকভাবে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে, পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের কালীবাড়িস্থ নামক এলাকায়। তবে এই আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এলাকাবাসি ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, মঙ্গলবার( ২ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১২ টার দিকে তুলশিডাঙ্গা এলাকায় অবস্থিত নিশীথ রায়ের ভাঙ্গড়ির দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।
এ সময় দোকানের পার্শ্ববর্তী লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি।
এ ব্যাপারে তুলশিডাঙ্গা গ্রামের দুলাল চন্দ্র রায়ের পুত্র ভষ্মিভূত দোকান মালিক নিশিত রায় জানান, আগুনে তার লক্ষাধিক টাকার ভাঙ্গড়ি মালামলের ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় ইসলামী ব্যাংকের শাখা থেকে রূন গ্রহন করে ব্যবসাটি চালিয়ে আসছিলাম কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে অপূরনীয় এ ক্ষতিতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
s