হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই’২১ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,ঢাকা’র আয়োজনে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কার্যক্রমের দায়িত্বে ছিলেন, যাচাই-বাছাই’ কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, যাচাই-বাছাই কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাতক্ষীরা জেলা প্রশাসক মনোনীত প্রতিনিধি যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই’২১ কার্যক্রমে কলারোয়ার ৭৭জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহনসহ যথাপোযুক্ত প্রমানাদি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন