সংকল্প ডেস্ক :
সারাদেশে ক্যাসিনো-জুয়া বন্ধে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের পাটলি ঘোষপাড়া গ্রামের চিত্তর ঘেরের পাশে কাপালির বাস বাগানে দিন-রাত প্রকাশ্যেই জুয়ার আসর চলছে। এ জুয়ার আসর চললেও নীরব ভূমিকায় পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে অতিবিলম্বে জোয়ার আসর ভেঙে গুরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ উঠেছে মাটসিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম (নেদা), মৃত টেটি গাজী ছেলে মোঃ আনিসুর রহমান , মৃত্য: আকছেদ মোল্লার ছেলে শফি মোল্লা ও আব্দুল আজিজের ছেলে নয়ন, মুকন্দপুরের আদম ব্যাবসায়ী সিরাজুল ইসলাম সহ কয়েকজনের নেতৃত্বে এ রমরমা জুয়ার আসর চলছে। পাশাপাশি মাদক সেবনও করে থাকে খেলতে আসা জুয়াড়িরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় এখানে খেলতে আসা বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। দূর দূরস্থ থেকে বিত্তশালী বহিরাগতদের নিয়ে দিন-রাত লক্ষ লক্ষ টাকার বাঁজি ধরে তাসের আড্ডা বসিয়ে চলছে বাণিজ্য। সেই সাথে চলছে মাদকসেবনের মহা উৎসবনাম প্রকাশ্যে অনিচ্ছুক খেলতে আসা এক জুয়াড়ি জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা ও থানা পুলিশকে ম্যানেজ করে খেলা চলে।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের ব্যক্তিরা জানান, প্রকাশ্যেই দিন-রাত জুয়ার আসর চললেও প্রশাসনের কোন তৎপরতা দেখছিনা। ইদানিং দেখা যাচ্ছে এই তাসের বোর্ডের আসর গুলোতে নামি-দামি মোটরসাইকেল নিয়ে যুবকদের আনাগোনা আগের চেয়ে অনেক বেশি। গভীর রাত পর্যন্ত এ জুয়ার আড্ডায় দেখা যাচ্ছে। এসবের কারণে এলাকার চুরি ছিনতাই মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম বেড়েই চলছে। এমনভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। এ জুয়ার কারনে পারিবারিক ভাবে বহু পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার কাছে যানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয় অবগত না। তবে আমি পুলিশ পাঠাচ্ছি ওখানে। তিনি আরো বলেন, মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।