হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে ’ভগবান শ্রীকৃষ্ণের’ জন্মাষ্টমী উদযাপন

কলারোয়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে ’ভগবান শ্রীকৃষ্ণের’ জন্মাষ্টমী উদযাপন

কর্তৃক
০ মন্তব্য 149 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে ’মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫৩৪৬তম শুভ আবির্ভাব তিথি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন-২০’ করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে মঙ্গলবার (১১আগস্ট) সকাল ১০টায় তুলশিডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপে শুভ জন্মাষ্টমীতে (২৬ শ্রাবন১৪২৭ বঙ্গাব্দ) মঙ্গল প্রদীপ প্রজ্জ¦লনের মধ্য দিয়ে পূজা অর্চনা শেষে নাম সংকীর্তন,ভাগবত পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,কলারোয়া উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন সাহা। সভায় অন্যদ্যের মধ্যে অতিথি হিসাবে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, পরিষদের কর্মকর্তা সুনীল কুমার সাহা,অধ্যাপক কার্ত্তীক চন্দ্র মিত্র,প্রধান শিক্ষক হরিসাধান ঘোষ, সন্দীপ কুমার,মাস্টার নিরঞ্জন কুমার, হরেন্দ্র নাথ রায়,সন্তোষ কুমার পাল, তপন রায়, জন্মাষ্টমী উদাপন কমিটির আহবায়ক নিত্য গোপাল রায়,সদস্য সচিব মাস্টার উত্তম কুমার পাল,অর্থ সম্পাদক রামলাল দত্ত,সদস্য উজ্জ্বল দাসসহ কর্মকর্তা ও ভক্তবৃন্দ। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন