হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় নবাগত ইউএনও মৌসুমী জেরীন কান্তা’র প্রথম কার্যদিবস

কলারোয়ায় নবাগত ইউএনও মৌসুমী জেরীন কান্তা’র প্রথম কার্যদিবস

কর্তৃক
০ মন্তব্য 146 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া:

কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা প্রথম কার্যদিবস শুরু করলেন। সোমবার (১৫ জুন) সকালে অফিস কক্ষে প্রথম কার্যদিবসে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা দেশে মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও কলারোয়া উপজেলাকে স্বচ্ছতা ও ন্যায় নিষ্টার সাথে পরিচালনা করার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় কামনা করেন।

ব্যক্তিগত জীবনে নবাগত ইউএনও মৌসুমী জেরীন কান্তার ব্যাংক কর্মকর্তা স্বামী ও দু’টি সন্তান নিয়ে সুখী পরিবার। নবাগত ইউএনও’র পিতার বাড়ী নড়াইল এবং শ্বশুর বাড়ি ঝিনাইদাহ জেলার শৈলকুপায়। তিনি বিদায়ী ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজের স্থলাভিষিক্ত হয়ে কাজে যোগদান করেছেন বলে অফিস সূত্রে জানা যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন