হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় নতুন করে ৩ ব্যক্তির করোনা শনাক্ত। মোট আক্রান্ত-৫৬, করোনামুক্ত-২৩

কলারোয়ায় নতুন করে ৩ ব্যক্তির করোনা শনাক্ত। মোট আক্রান্ত-৫৬, করোনামুক্ত-২৩

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :

কলারোয়ায় আবারও নতুন করে ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫৬ জনের মধ্যে ইতোমধ্যে ২৩ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন। মারা গিয়েছেন ১ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১৯ জুলাই) নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কেরালকাতা ইউনিয়েনের ইলিশপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আল আমীন (২৬), আল আমীনের স্ত্রী আসমা খাতুন (২২) ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের হরেন্দ্রনাথ রায়ের পুত্র স্বপন কুমার রায় (৪১)।
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান আরো জানান, ‘এদিন পর্যন্ত ৬০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৫৭৫ জনের রিপোর্ট এসেছে।’
এদিকে, নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন