কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০নভেম্বর) সকালে দিনব্যাপি কর্মশালাটি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, দীতি খাতুন, সন্ধ্যা রাণী বর্মণ, কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজ উদ্দীন, আকিমুদ্দিন আকি, রফিকুল ইসলাম, পৌর কর্মকর্তা ইমরুল হোসেন, ইমরান হোসেন, প্রজেক্সট কমিটির প্রতিনিধি সন্তোষ কুমার পাল, রনজিৎ কুমার ঘোষ, লিয়াকত হোসেন, লিলি খাতুন, উত্তরণের হিসাব রক্ষক কামরুন্ননেছা, প্রোগ্রাম অফিসার মৃত্যুঞ্জয় সাহা, শামীম সহ সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভিন।
