হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণের ২য় দিনে পরিদর্শনে ইউএনও রুলী বিশ্বাস

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রশিক্ষণের দ্বিতীয় দিনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস বিষয় ভিত্তিক প্রশিক্ষণের কক্ষ পরিদর্শন করেন।

তিনি কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে সকল বিষয়ের উপর প্রশিক্ষণ কক্ষে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে কূশল বিনিময় করে শিক্ষকদের যুগোপযোগী বাস্তবমুখী অর্জিত জ্ঞান শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার প্রশিক্ষক তাপস কুমার দাস, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষক মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার বেনি আমিন ও মাস্টার রুহুল আমিন সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

শনিবার (৭ জানুয়ারী) সকাল ৯ টা থেকে মধ্যাহ্ন ভোজের বিরতি শেষে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা(ইসলাম), ধর্ম শিক্ষা( হিন্দু) এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ের উপর ৭০৮ জন প্রশিক্ষনার্থী শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

উল্লেখ্য, আগামী ১৩,১৪ ও ১৫ জানুয়ারী ভ্যেনু প্রতিষ্ঠানে প্রশিক্ষন শেষে ৫ দিনের কার্যক্রমের সমাপ্তি হবে বলে মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন