সংকল্প ডেস্ক :
কলারোয়ায় জাতীয় উৎপাদশীলতা দিবস-২০২২ উৎযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২অক্টোবর) সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন-শুধু শিল্প নয়, কৃষি ও শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রেই উৎপাদনশীলতার বৃদ্ধি করা যেতে পারে। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার প্রাকৃতিক ও ভৌগলিক অবস্থান বিবেচনা করে কৃষিতে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটার চাষ, শাক সবজি, আম সহ বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা নির্বাহী অফিসারের অফিস স্টাপ বেনজির হোসেন অফিস সহকারী এমএ মান্নান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সূধিবৃন্দ।
