দীপক শেঠ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছে। নিহত কৃষককের নাম আমজেদ হোসেন (৬০)। ঘটনায় আহত হয়েছেন ৫ ব্যক্তি। মঙ্গলবার(১২ জানুয়ারী) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আমজেদের চাচাত ভাই আনছারের সাথে দীর্ঘ দিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকালে তাদের দুই পক্ষের সংঘর্ষ বাঁধলে কোন এক সময় আনছার বাঁশ দিয়ে আমজেদের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় অভিযুক্ত ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।