হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বালিয়াডাঙ্গা বাজারে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনার নির্মাণ কার্যক্রম স্থগিত

কলারোয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বালিয়াডাঙ্গা বাজারে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনার নির্মাণ কার্যক্রম স্থগিত

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমি জেরিন কান্তা’র হস্তক্ষেপে বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সম্মুখে সরকারি খাস জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনার নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ জুলাই শুক্রবার সকাল থেকে উপজেলার ৫নং কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সম্মুখে তরকারি ও মাছ বাজার সংলগ্ন স্থানের খাস জমিতে কলাম পিলারসহ ২টি দোকানের পজিশন নিয়ে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন স্থানীয় বাকসা গ্রামের মৃত সামছের আলীর পুত্র মিজানুর রহমান (৫৫) ও মহসিন আলী (৪৫)।

তাৎক্ষনিক স্থানীয়রা বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা’কে জানানো হলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরবর্তীতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের সমন্বিত ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম স্থগিত করেন ও পরবর্তীতে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের সমন্বিত সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় জানান, কলারোয়া উপজেলা প্রশাসনের নির্দেশে ওই কাজ বন্ধ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন