দীপক শেঠ,কলারোয়া:
কলারোয়ায় নতুন করে আবারও ৩ ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। ফলে এ পর্যন্ত ৫২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসলেও ইতোমধ্যে ১৮ জন করোনামুক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন।
এ নিয়ে বর্তমানে উপজেলায় ৩৪ জন করোনা আক্রান্ত থাকলেন। নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস। মঙ্গলবার (১৪ জুলাই) নতুন করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার যুগিখালী ইউনিয়েনের পাঁচনল গ্রামের রফিকুল ইসলাম(৫০), পৌরসভার গদখালি গ্রামের শাহাজান কবির (৪৬) ও পৌরসদরের বাজার সংলগ্ন এলাকার হোসনেয়ারা (৬০)। ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘১৪ জুলাই পর্যন্ত ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতিমধ্যে ল্যাব থেকে ৫৬৫ জনের রিপোর্ট এসেছে।