হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আবারও ১ ব্যক্তি করোনায় আক্রান্ত! মোট আক্রান্ত -১০

কলারোয়ায় আবারও ১ ব্যক্তি করোনায় আক্রান্ত! মোট আক্রান্ত -১০

কর্তৃক
০ মন্তব্য 179 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে আবারও এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। কলারোয়ার চন্দনপুর, জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়নের পর ৪নং লাঙ্গলঝাড়ায় নতুন করে মাহবুবুর রহমান(৪১) নামে এক যুবকের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ১০ জন করোনা পজিটিভ হলেন। যার ৬ জন চন্দনপুর, ২ জন দেয়াড়া,১জন জালালাবাদ এবং একজন লাঙ্গলঝাড়া ইউনিয়নের। আক্রান্ত মাহবুবুর রহমান লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত:আব্দুর রশিদের পুত্র। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, গত ৯ জুন স্থানীয় ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। ১৩জুন শনিবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এদিকে, উপজেলার একাধিক ইউনিয়নে করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শনিবার(১৩জুন) আক্রান্ত ব্যক্তির কলারোয়া পৌরসভাধীন ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন