হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার সাংবাদিক-শিক্ষক সাইফুলের মায়ের দাফন কার্য সম্পন্ন ও মৃত্যুতে প্রেসক্লাবের শোক জ্ঞাপন

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও পানিকাউরিয়া হাইস্কুলের আইসিটি শিক্ষক সাইফুল ইসলামের মাতা মোছাঃ নূর জাহান খাতুন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)।

শুক্রবার সকাল ৭টার দিকে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র ও ১ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মাবাদ জানাযা নামাজ শেষে সরসকাঠি বাজার সংলগ্ন গাজনা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন মাও: ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়ার সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আলী মাসুদ বাবু, প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক নেতা বাকী বিল্লাহ শাহী, সহিদুল ইসলাম, সাংবাদিক সামছুর রহমান লাল্টু, মাস্টার হুমায়ুন কবির, সমাজ সেবক ঈমান আলী, মাদ্রাসা সুপার মুজিবুর রহমানসহ অসংখ্য মুসুল্লীগণ।

এ দিকে সাংবাদিক মাস্টার সাইফুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সদস্য শেখ শাহাজাহান আলি শাহিন, সেলিম খান, তরিকুল ইসলাম, রাজু রায়হান, মিয়া ফারুক হোসেন স্বপন, ওহাবুজ্জামান মন্টুসহ শুভাকাংখীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন