হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার মুরারীকাটি ওয়ার্ড আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় পৌরসভাধীন ৭নং ওয়ার্ড মুরারীকাটি আ’লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগষ্ট) সকাল ৭টায় দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আমিনুল ইসলাম।

সাধারন সম্পাদক নির্মল মন্ডলের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, আ’লীগ নেতা পৌর প্যানেল মেয়র-১ জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর দিতি খাতুন, আ.লীগ নেতা মাস্টার জিএম জাহাঙ্গীর হোসেন, আ.লীগ নেতা আমজাদ হোসেন, নেছার আলী, আরিজুল মোড়ল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

সভা শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন মাওঃ নুরুল ইসলাম। পরে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন