কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮জুন) সকাল থেকে অফিস চত্তরে জালালাবাদ ইউনিয়নের ৩৩৪ জনের মাঝে ওই ভাতার চেক বিতরণ করা হয়।
ভাতার টাকা বিতরণ-কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ ও সমাজসেবা অফিসের স্টাফ আলহাজ ছামাদ, ফজলুল হক, ভিডিপি সদস্য নাসিরউদ্দীনসহ ভাতা গ্রহণকারী অসহায় নারীরা। উল্লেখ্য, উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৩৩৪ জনের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে ৬ (জানুয়ারি-জুন) মাসের টাকা প্রদান করা হয়েছে বলে জানা যায়।
