হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নাসিউদ্দীন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ার চন্দনপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নাসিউদ্দীন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি :

কলারোয়ার চন্দনপুরে মুজিববর্ষে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাসিউদ্দীন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার(২৯ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাসির উদ্দিন ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে যশোরের শার্শার মহিষা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের.. খেলাটি পনিরচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, মাসউদ পাভেজ মিলন ও রুহুল আমিন। চন্দনপুর আর.এন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে তরুণ সমাজসেবক ডালিম হোসেনের সার্বিক সহযোগিতায় খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন সাতক্ষীরার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, শার্শার কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, বিশিষ্ট সিএন্ড এফ ব্যবসায়ী মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হারান চন্দ্র পাল, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, সমাজ সেবক মুজিবুর রহমান, আব্দুল মাজেদ, হযরত আলী, ব্যবসায়ী কাজল রাহান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক এস এম ফারুক হোসেন, ফারুক রাজ, আব্দুল্লাহসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন