হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কৃতি সন্তান ও কর কমিশনার কায়কোবাদের মাতার ইন্তেকাল

কলারোয়ার কৃতি সন্তান ও কর কমিশনার কায়কোবাদের মাতার ইন্তেকাল

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ার কৃতি সন্তান ও চট্টগ্রাম (কর অঞ্চল-০২) কর কমিশনার আবুল কালাম কায়কোবাদের মাতা রাহিলা খাতুন(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না…  রাজিউন)। তিনি উপজেলার নাথপুর গ্রামের সমাজসেবক মরহুম ডা: হাফিজউদ্দিন গোলদারের সহধর্মিণী।  মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রেগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যুবরণ করেন।
সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে নাথপুর গ্রামের ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় শরিক হন কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ,  উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, প্রফেসর আবু নসর, গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মুসল্লি।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। বুধবার যোহর নামাজ শেষে নাথপুর মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন