নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাক মাইক্রোফিন্যান্স সাতক্ষীরা অঞ্চলের উদ্যোগে শহরে বিভিন্ন স্থানে জীবাণু নাশক পানি স্প্রে ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শহরের খুলনা রোড মোড় থেকে উক্ত জীবাণুনাশক পানি স্প্রে ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ব্র্যাকের মাইক্রোফিন্যন্স (দাবি) বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম, মাইক্রোফিন্যন্স (প্রগতি) বিভাগীয় ব্যবস্থাপক শাফায়াতুর রহমান, সাতক্ষীরার আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ফিরোজ আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) গোপাল কৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা সদর এলাকা ব্যবস্থাপক (দাবি) সুজন বাড়ই, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নির্মল জয়ধর, সাতক্ষীরা সদর শাখা ব্যবস্থাপক (দাবি) কুমারেশ গাইন, উপজেলা হিসাব ব্যবস্থাপক আব্দুর রহমান প্রমুখ।
এ সময় করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
