হোম আন্তর্জাতিক করোনায় বিশ্বে মৃত্যু ৬৫ হাজার, আক্রান্ত ১২ লাখ

করোনায় বিশ্বে মৃত্যু ৬৫ হাজার, আক্রান্ত ১২ লাখ

কর্তৃক
০ মন্তব্য 138 ভিউজ

অনলাইন ডেস্ক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত বিশ্বে প্রায় ৬৫ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৯৯০ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ এক হাজার ২৫৩ জন। এঁদের মধ্যে বর্তমানে আট লাখ ৮৮ হাজার ৬১৯ জন চিকিৎসাধীন এবং ৩৬ হাজার ৭৮২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই লাখ ৪৭ হাজার ৬৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৬৪ হাজার ৯৯০ জন রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এ ছাড়া দেশে নতুন করে আরো নয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুটি শিশু। শনিবার পর্যন্ত দেশে মোট ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন