হোম আন্তর্জাতিক করোনায় একজনের মৃত্যুতে শোকে কাতর প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে ভুটানে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন করোনায় মোট মৃত্যু চারজন। সর্বশেষ একজনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং।

ফেসবুক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং বলেন, করোনায় আরও একটি মূল্যবান জীবন হারিয়েছি আমরা। এটা আমার কাছে বুলেটের আঘাতের মতো মনে হয়েছিল। আমি জাতির সঙ্গে শোক প্রকাশ করছি। আমাদের প্রিয় বন্ধুর জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।

টুইট বার্তায় লোটে শেরিং বলেন, মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও কাজ করা দরকার ছিল। এ সপ্তাহে করোনায় মৃত্যু একটি তিক্ত স্মৃতি। আমাদের আরও কিছু করতে হবে।

ভুটানে মোট করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজারের কম। এ ছাড়া দেশটির সব প্রাপ্তবয়স্ক লোককে গত বছরের মাঝামাঝি টিকা দেওয়া হয়েছে। প্রায় আট লাখ জনসংখ্যার দেশটি করোনা মোকাবিলায় প্রায় সফল।

এদিকে বিশ্বের দেশে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে টিকা ও বিধিনিষেধবিরোধী বিক্ষোভ। সরকারের বেঁধে দেওয়া কঠোর নিয়মনীতির বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে এখনো চলছে বিক্ষোভ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় দেশটির প্রধানমন্ত্রী জস্টিন ট্রুডো ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এছাড়া ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স এবং অস্ট্রিয়াও।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন