খেলাধূলা ডেস্ক :
কাতার বিশ্বকাপ শেষে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। কবে মাঠে নামছেন এই স্ট্রাইকার? সেই প্রশ্নের সদুত্তর মিলেছে। খুব শিগগিরই সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামছেন তিনি। নিষেধাজ্ঞা শেষ হলেই নতুন ক্লাবের জার্সিতে মাঠে দেখা যাবে রোনালদোকে।
গত বছরের এপ্রিলে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এক দর্শকের ফোন ভেঙেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা। তাতে ইংলিশ ফুটবল ফেডারেশন রোনালদোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করে। ফিফার নিয়মানুযায়ী প্রিমিয়ার লিগের এই শাস্তি কার্যকর থাকবে সৌদি আরবের লিগেও। ফলে প্রথম দুই ম্যাচে আল-নাসরের হয়ে খেলতে পারবেন না তিনি।
ইতোমধ্যে ক্লাবটিতে যোগ দিয়ে এক ম্যাচের অপেক্ষা শেষ হয়েছে। পরের ম্যাচটি আগামী ১৪ জানুয়ারি আল-শাবারের বিপক্ষে। সেদিনও খেলা হবে না সিআরসেভেনের। তবে দুই ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টায় ইত্তিফাকের বিপক্ষে রোনালদো থাকবেন নিষেধাজ্ঞামুক্ত। ওই ম্যাচেই অভিষেক হতে পারে পর্তুগিজ এ তারকার।
কাতার বিশ্বকাপের পর প্রতি মৌসুমে ২ হাজার ১৭৮ কোটি টাকার বেশি (২০০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখান রোনালদো। তবে ক্লাবের হয়ে মাঠে পারফরম্যান্স করতে না পারায় হতাশ হয়েছেন ভক্তরা। যদিও আর বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের। কারণ আর দুই সপ্তাহ পরেই হয়তো ব্যস্ত দেখা যাবে এই সুপারস্টারকে।
এদিকে রোনালদোকে দলে জায়গা করে দিতে আল-নাসর ছাড়তে হচ্ছে ক্যামেরুন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরকে। ক্লাবটিতে নয়জন বিদেশি খেলোয়াড় হয়ে যাওয়ায় নিয়মের ব্যত্যয় ঘটেছে। আর সেটি ঠিক করতে একজনকে বিদায় করতে হতো দলটির। বিভিন্ন খবরে বলা হয়েছে, আবুবকর আল-নাসর ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন। তবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফলে সময় হলে জানা যাবে আবুবকরের গন্তব্য।
