আন্তর্জাতিক ডেস্ক :
ফোনে কথা না বলার জেরে এক তরুণীকে স্ক্রু-ড্রাইভার দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে এক যুবক। নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২৪ ডিসেম্বর) ছত্তিশগড় প্রদেশের করবা জেলার পাম্প হাউস কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০ বছরের তরুণীর সঙ্গে ওই যুবকের তিন বছর আগে পরিচয় হয়। যুবকটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করত। ওই বাসে নিয়মিত যাতায়াত করতেন নিহত তরুণী। একপর্যায়ে দুজনের বন্ধুত্ব হয়।
পরে কর্মসূত্রে গুজরাটের আমদাবাদে চলে যায় ওই যুবক। তবে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল দুজনের। বেশ কিছুদিন ধরে যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। একপর্যায়ে ২৪ ডিসেম্বর তরুণীর বাড়িতে চলে যায় ওই যুবক।
এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মুখে বালিশচাপা দিয়ে একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে ওই তরুণীকে ৫১ বার আঘাত করে পালিয়ে যায় ওই যুবক। পরে তরুণীর ভাই এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বদীপক ত্রিপাঠি জানান, নিহত ওই তরুণী যোগাযোগ বন্ধ করে দেয়ার পর থেকেই তাকে ও বাড়ির লোকজনকে ফোনে হুমকি দিত ওই যুবক। ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পলাতক ওই যুবককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
