হোম অন্যান্যসারাদেশ কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা পারের সময় আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। সে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের রবি মিয়ার ছেলে। আজ শনিবার বেলা ১২.৩০ মিনিটে আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বানিয়াগ্রাম বাজার থেকে শিশু আব্দুল্লাহ মায়ের হাত ধরে রাস্তা পার হতে গেলে কটিয়াদী থেকে আসা যাতায়াত নামক বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। সে সময় লোকজন দুইটি যাতাযাত বাস ভাংচুর করে রাস্তা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ও.সি) এম এ জলিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন