কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে রোজাদার শ্রমজীবীদের জন্য ইফতার কর্ণার স্থাপন করা হয়েছে। কটিয়াদী বাসস্ট্যান্ডে আব্দুল ওয়াহাব আইন উদ্দিন চত্বরে রোজ ইফতার প্যাক সাজিয়ে রাখা হয়েছে। এখান থেকে ইফতার পেয়ে রিকশা চালক আয়াতুল্লাহ বলেন, ‘লকডাউনে কামাই- রোজগার নাই, সারাডা দিন রোজা থাইক্যা ইফতারি পাইয়া খুব ভালা লাগদাছে।’
রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ বলেন, পবিত্র মাহে রমজানে ইফতার কর্ণারে প্রতিদিন রোজাদার শ্রমজীবীদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করে যাচ্ছি। মহামারীতে এ কর্ণার কিছুটা হলেও শ্রমজীবীদের উপকারে আসবে। সেই সাথে বিত্তবানদের এ কর্ণারে ইফতার রেখে যাওয়ারও আহ্বান জানাচ্ছি।
ইফতার প্যাকে খেজুর ও ভূনা খিচুরী রয়েছে।
