খেলাধূলা ডেস্ক:
শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে লাঞ্চ বিরইতে গেছে অস্ট্রেলিয়া।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় তারা। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান ওপেনার উসমান খাজা।
খাজার বিদায়ের পর ক্রিজে আসেন মার্নাস লেবুশানে। এরপর ওয়ার্নারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লেবুশানে। দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
তবে দলীয় ৭২ রানে ৬০ বলে ৪৩ রান করে আউট হন ওয়ার্নার। এরপর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া।