হোম আন্তর্জাতিক ওয়াগনারের বিদ্রোহে যুক্তরাষ্ট্র জড়িত নয়: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসি ইঙ্গিত দিয়েছেন, তার দেশ ভাড়াটে বাহিনীর বিদ্রোহের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সোমবার (২৬ জুন) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি মূলত মার্কিন রাষ্ট্রদূতের গত শনিবার (২৪ জুন) দেয়া এক বিবৃতি উদ্ধৃত করে এ কথা বলেছেন। বিদ্রোহের দ্বিতীয়দিন ট্রেসি বলেছিলেন, ‘ওয়াগনার বাহিনীর বিদ্রোহ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়।’

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এরপর সীমান্তবর্তী দুটি শহর দখলের পর শনিবার (২৪ জুন) দ্রুতগতিতে মস্কোর উদ্দেশে অভিযান শুরু করে ওয়াগনার যোদ্ধারা। তবে শনিবার রাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিযান থামাতে সম্মত হন পিগোজিন।

ওয়াগনার বাহিনীর সশস্ত্র বিদ্রোহ অবসানের পর প্রথমবার জনসম্মুখে বের হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সোমবার (২৬ জুন) ইউক্রেন যুদ্ধে লড়াইরত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদন মতে, ওয়াগনার বাহিনীর বিদ্রোহ অবসানের পর সোমবার (২৬ জুন) প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেছে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে। আরআইএর প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে, শোইগু এখনও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষামন্ত্রী শোইগু। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে সামরিক ইউনিফর্ম পরা অবস্থায় একটি হেলিকপ্টারে দেখা যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন