হোম খেলাধুলা এশিয়া কাপে সহজ প্রতিপক্ষ পেল বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক :

এ বছর মাঠে গড়াবে এশিয়া কাপের ১৬তম আসর। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এ টুর্নামেন্টও হবে ওয়ানডে ফরম্যাটে। যেখানে সহজ প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই দুদলের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশকে বেশ ভালো দলই বলা চলে।

সুনির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ না করলেও বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সেপ্টেম্বর মাসকে এশিয়া কাপ আয়োজন করার জন্য বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংগঠনটির সভাপতি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এক টুইটে এসব তথ্য জানান।

টুইটে জয় শাহ ২০২৩ ও ২০২৪ সালে এশিয়ার বিভিন্ন প্রতিযোগিতা এবং তার ক্যালেন্ডার প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। এতে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ছয় দলের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের গ্রুপসঙ্গী হবে বাছাই পর্বে যোগ্যতা অর্জন করা দল।

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতার কারণে দেশটিতে যেতে ইচ্ছুক নয় ভারত। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন চায় তারা। যদিও পাকিস্তান যেকোনো মূল্যে তাদের দেশেই আয়োজন করতে চায় এশিয়া কাপ। শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোথায় আসরের আয়োজন করে সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, গত ১৫ আসরের মধ্যে সবকটি আসরে খেলেছে শ্রীলঙ্কা। তারা শিরোপা জিতেছে ৬ বার, ভারত এই মুকুট জয় করেছে ৭ বার। পাকিস্তান এই টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেয়েছে ২০০০ ও ২০১২ সালে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন