খেলাধূলা ডেস্ক :
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার (১১ সেপ্টেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ফাইনালে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। একাদশ থেকে বাদ পড়েছেন হাসান আলি ও ওসমান কাদির। তাদের বদলে দলে ঢুকেছেন নাসিম শাহ ও শাদাব খান। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।
গ্রুপপর্বে একটি ম্যাচে হারলেও সুপার ফোরে কোনো হার নেই শ্রীলঙ্কার। যা ফাইনাল মঞ্চে তাদের উজ্জীবিত করতেই পারে। অন্যদিকে গ্রুপপর্বে একটি ম্যাচে হারা পাকিস্তান সুপার ফোরের তিন ম্যাচেও একটিতে হেরেছে।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, আসিফ আলি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোধ মাদুশান ও দিলশান মাদুশাঙ্কা।
