হোম খেলাধুলা এশিয়া কাপের ট্রফি না পাওয়ার বিষয়টি আইসিসি সভায় তুলেছে ভারত

এশিয়া কাপের ট্রফি না পাওয়ার বিষয়টি আইসিসি সভায় তুলেছে ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের শিরোপা হাতে না পাওয়ার বিষয়টি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় বিষয়টি তোলা হলে সংস্থাটি ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে মধ্যস্থতার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু নাটকের জন্ম দিয়ে পিসিবি প্রধান ও এসিসি প্রধান মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। তার পর থেকে ট্রফিটি এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদর দফতরে রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এসিসি সভাপতি মোহসিন নাকভিও সরাসরি ট্রফিটা তার হাত থেকেই নিতে বলেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্রে জানা গেছে, আইসিসি বিষয়টি সমাধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে। সূত্র জানিয়েছে, ‘বিসিসিআই আইসিসির কাছে এশিয়া কাপের ট্রফি ইস্যুটি তুলেছে। আইসিসি ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বলেছে, দুই দেশই বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ—তাই একটি কমিটি গঠন করা হয়েছে।’

আইসিসির বোর্ড মিটিংয়ে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তিনি জোর দিয়ে বলেছেন, ট্রফিটি ভারতেরই প্রাপ্য এবং তা অবিলম্বে হস্তান্তর করা উচিত। একাধিক আইসিসি পরিচালকও উদ্বেগ প্রকাশ করে বলেন, চ্যাম্পিয়ন দলের কাছে ট্রফি না দেওয়া ক্রিকেট প্রশাসনের ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বয়ে আনে।

মধ্যস্থতার জন্য গঠন করা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজি। বিসিসিআই ও পিসিবি উভয়ের সঙ্গে সুসম্পর্ক থাকা খিমজি অতীতেও দুই বোর্ডের মধ্যে ক্রিকেট–সংক্রান্ত বিরোধ মীমাংসায় ভূমিকা রেখেছেন।

বিসিসিআই প্রায় দশ দিন আগে নাকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিল, কিন্তু কোনও সাড়া মেলেনি। পরে নাকভি ১০ নভেম্বর দুবাইয়ে আলাদা এক অনুষ্ঠানে ট্রফি দেওয়ার প্রস্তাব দেন। বিসিসিআই সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি সরাসরি আইসিসির সভায় তুলেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন