হোম আন্তর্জাতিক এরদোয়ানের কুশপুতুল প্রদর্শন, সুইডিশ রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক :

সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কুশপুতুল প্রদর্শন এবং বিক্ষোভের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সুইডিশ দূত স্ট্যাফান হার্সট্রমকে তলব করে আঙ্কারার প্রতিক্রিয়া জানিয়ে দেয়া হয়। খবর আল জাজিরার।

তুর্কি মিডিয়ায় শেয়ার করা একটি ফুটেজে দেখা গেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা প্রতিবাদ-বিক্ষোভের সময় এরদোয়ানের কুশপুতুল তাদের পায়ের কাছে ঝুলিয়ে রেখেছে। ঘটনাটি ঘটে স্টকহোম সিটি হলের বাইরে।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে। তবে, তার সঙ্গে কি নিয়ে আলাপ হয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে অস্বীকার করেছে।

২০২২ সালে ন্যাটোর সদস্যপদ পেতে আঙ্কারার আপত্তি কাটিয়ে ওঠার লক্ষ্যে তুরস্কের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডেন একটি ত্রিমুখী চুক্তি স্বাক্ষর করে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর নর্ডিক এই দুই দেশ মে মাসে ন্যাটোয় যোগদানের আবেদন করে।

তবে কুর্দি বিদ্রোহীদের আশ্রয় দেয়ার অভিযোগে তুরস্ক তাদের সদস্যপদ নিয়ে আপত্তি তুলেছে। তুরস্ক জানিয়েছে, দেশ দুটি নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেয়।

বিশেষ করে তুরস্ক সরকারের সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্যদের আশ্রয় দেয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়ে আঙ্কারা তাদের ফেরত দেয়ার শর্ত জুড়ে দিয়েছে। সেই সঙ্গে তারা যতক্ষণ এই শর্ত না মানবে, সে পর্যন্ত ন্যাটোয় যোগদানে কোনো সমর্থন দেবে না তুরস্ক।

এর আগে গত বছর অক্টোবরে এরদোয়ানকে অপমানজনক কন্টেন্ট সুইডেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশের জেরে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন