জাতীয় ডেস্ক :
গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন কুমার রায়কে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সময় সংবাদকে জানান, বহুল আলোচিত গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোলের রেড নোটিশ জারিকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন কুমার রায়। এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা গেলেও চন্দন কুমার ঘটনার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামের মাস্টারপাড়ার বাড়িতে লিটনকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বড় বোন ফাহমিদা কাকলী। তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৯ সালে চন্দন কুমার রায়সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।
