হোম জাতীয় এমপি আনার হত্যা: মানুষ তো আর কুকুরকে কামড়ায় না, বললেন ডরিন

এমপি আনার হত্যা: মানুষ তো আর কুকুরকে কামড়ায় না, বললেন ডরিন

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ

জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার বিচার দাবি করে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, প্রশাসন দিনরাত পরিশ্রম করে তদন্ত চালাচ্ছে। প্রশাসনই এর বিচার করবে। এ ঘৃণ্য কাজের প্রতিবাদ হবে, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। কারণ কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না।

শুক্রবার (২৪ মে) নিজ বাড়িতে বেলা সাড়ে ১১টার দিকে বাবার হত্যাকাণ্ডের তদন্ত কাজ ও সার্বিক বিষয়ে সবশেষ অবস্থা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঝিনাইদহের মানুষ তাদের প্রিয় নেতাকে হারিয়েছে, তারা প্রতিবাদ করবে। কিন্তু এ বিক্ষোভে জনভোগান্তির কোনো শঙ্কা আছে কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, ‘না, না। এমন কিছু হবে না। কুকুর মানুষকে কামড়ায়, মানুষ তো আর কুকুরকে কামড়ায় না। প্রধানমন্ত্রী আছেন, দলের সর্বোচ্চ অভিভাবকরা আছেন, তারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই হবে। আর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অপরাধীর শাস্তি নিশ্চিত করবে।’

জনপ্রিয় এমপির মেয়ের পাশাপাশি নিজেও সক্রিয় রাজনীতি করছেন, তো বাবার হালটা ধরতে চাচ্ছেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘রাজনীতি তো অবশ্যই করব। প্রধানমন্ত্রী আছেন তিনি আমাকে যেভাবে পরামর্শ দেবেন, আমি সেভাবে চলার চেষ্টা করব। তবে এটা অনেক দূরের ব্যাপার, এখন এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। তবে রাজনীতি করবই।’

এ হত্যাকাণ্ডের পেছনে কি রাজনৈতিক নাকি ব্যবসায়িক কারণ রয়েছে, এমন প্রশ্নে ডরিন বলেন, এ হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী তাকে গ্রেফতারের পর এ বিষয়ে খতিয়ে দেখবে প্রশাসন। আসলে কি কারণে তিনি এতো বড় অপকর্ম ঘটালো।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন। এর বিচার অবশ্যই হবে। প্রধানমন্ত্রী যদি তার বাবার হত্যার বিচার করে থাকেন, তিনি আবার বাবার হত্যার বিচারও করবেন। কারণ তিনি বাবা হারানোর ব্যথা বোঝেন।’

বাবার মরদেহ উদ্ধারের বিষয়ে ডরিন বলেন, ‘এখনো মরদেহের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ আইডেন্টিফাই করতে পারলে দিল্লি হাইকমিশনসহ সে দেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে জানাবেন। তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা চেষ্টা চালাচ্ছেন, বলা যায় দ্রুত সময়ে এ তদন্তের কাজ চলছে দুদেশের প্রশাসনের মাধ্যমে। প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে, ফলে আমার বিশ্বাস তারা কিছু একটা করবেন।’

ভারত যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডরিন বলেন,
প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় ভিসা করতে দিয়েছিলাম। খুব দ্রুতই আমার ভিসা হয়ে গেছে। এখন প্রয়োজন যদি হয়, আমি নিশ্চয়ই যাব।

তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘প্রশাসন ইনভেস্টিগেশন চালাচ্ছে। আর কোনো আপডেট এখনও পাইনি। তারা তদন্তের স্বার্থে প্রথমে হয়তো কিছু বিষয়ে হাইড রাখে। পরে বিস্তারিত জানান। আর আপনারা তো দেখছেন, তারা প্রতি মুহূর্তের আপডেট মিডিয়ায়ও জানাচ্ছেন।’

এ হত্যাকাণ্ডের প্রতিবাদের বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে ডরিন বলেন, ‘অবশ্যই কালীগঞ্জবাসী এ অপকর্মের জন্য প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে। আপনারা শুনেছেন, ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা বলেছেন, আনার কালীগঞ্জে কতটা জনপ্রিয় ছিলেন। ফলে কালীগঞ্জের মানুষ প্রতিবাদ করবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে। গতকালও কথা হয়েছে। ফলে আমি আশাবাদী এ বিচার আমি পাবো’।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন