খেলাধূলা ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে চার মাস আগেই ২৬ জনের পুল তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে রান পেলেও এ তালিকায় জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। যা নিয়ে আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে বিসিবির নির্বাচকরা। ২৬ জন ক্রিকেটারকে নিয়ে তৈরি করা হয়েছে পুল।
তবে সবশেষে ডিপিএলে ভালো পারফরম্যান্স করেও এ তালিকায় জায়গা করে নিতে পারেননি সোহান। ডিপিএলের ২০২৩ মৌসুমে শেখ জামাল ধানমণ্ডির হয়ে ১৪ ইনিংসে ৪৬.৪৫ গড়ে ৫১১ রান করেছিলেন এ উইকেটরক্ষক। ছিল ৫টি ফিফটির ইনিংস। মিডল অর্ডারে ব্যাট করেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান ছিল ১৩তম। এরপরও নির্বাচকদের নজরে আসতে পারেননি তিনি। যা নিয়ে আক্ষেপ ঝরেছে ২৯ বছর বয়সী এ ব্যাটারের কণ্ঠে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় এতটা খারাপ খেলিনি যে ২৬ জনের পুলে থাকব না। হয়তো টিম ম্যানেজমেন্টের অন্য কোনো পরিকল্পনা আছে। হয়তো কম্বিনেশনের কারণে রাখা হয়নি।’
আক্ষেপ থাকলেও ভেঙে পড়েননি সোহান। বার্তা দিয়েছেন দুর্বলতা কাটিয়ে শক্তিশালী হয়ে ফিরে আসার।
তিনি বলেন, ‘এটা খুব বেশি মেটার করছে না আমার কাছে। নিজের যে দুর্বল দিকগুলো আছে। একটা সময় পেয়েছি এর মধ্যে মানসিক, শারীরিক ও স্কিল নিয়ে আরও কাজ করতে চাই। যাতে আরও ভালোভাবে ফিরে আসতে পারি। গত ৭-৮ বছর ধরেই আমি খেলে আসছি। মনে হচ্ছে নিজের কাজ করার আরও কিছু জায়গা আছে, আরও ভালো ভাবে ফিরে আসতে হবে। এটা একটা ভালো দিক এই সময়টায় নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারব।’