হোম খেলাধুলা ‘এটা স্কুল না যে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন’

খেলাধূলা ডেস্ক :

ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের পর ভেজা মাঠ ও বিরাট কোহলির ফেক থ্রো নিয়ে উত্তাল ক্রিকেটপাড়া। সংবাদকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকদেরও প্রশ্ন বিস্তর। অনেকে অভিযোগ তোলারও দাবি করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, তারা আইসিসির কাছে এসব বিষয় নিয়ে অভিযোগ করার কথাও ভাবছেন। তবে ব্যাপারটা এতটা সহজ না।

বাংলাদেশ দলের সঙ্গে জালাল ইউনুস বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। জালাল জানান, ‘এটা সহজ না যে কিছু হলেই বোর্ড গিয়ে আলাপ করবে। এটা তো স্কুল না যে আপনি হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের অবস্থা না। তারপরেও আমাদের মাথায় আছে এটা। যাতে সঠিক ফোরামে গিয়ে কথা বলতে পারি।’

ম্যাচ চলাকালে ফেক ফিল্ডিং ও ভেজা মাঠ ইস্যুতে আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলেন সাকিব। বিষয়টি জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘দুটো ইস্যু ছিল, একটা ফেক থ্রো। সেটা আম্পায়ারের নজরে আনা হয়েছে, আম্পায়ার বলছে তারা এটা খেয়াল করেনি। যার জন্য রিভিউতে যায়নি। সাকিব এটা নিয়ে অনেক আলোচনা করেছে এরাসমাসের (আম্পায়ার) সাথে, খেলার পরেও কথা বলেছে।’

আম্পায়াররা যা সিদ্ধান্ত নেন, সেটাই চূড়ান্ত। ম্যাচ শেষে এমন ইঙ্গিতই দিয়েছিলেন সাকিব আল হাসান। সাংবাদিকদের প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন করে বলেছিলেন, আম্পায়ারদের বোঝানোর অধিকার তার আছে কি না। জালাল ইউনুসও বলছেন, আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত।

জালাল জানান, ‘একই সময়ে মাঠ ভেজা নিয়েও কথা হয়েছিল, সাকিব বারবার বলছিল সময় নিয়ে মাঠটা শুকাও, তারপর খেলা শুরু করো। আপনারা জানেন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সে জন্য তর্ক বিতর্ক করার কোনো সুযোগ ছিল না, সিদ্ধান্ত একটা আপনি খেলবেন কি খেলবেন না।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন