হোম অর্থ ও বাণিজ্য এজেন্সির অসুস্থ কর্মীদের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দিলো ইউএস-বাংলা

বাণিজ্য ডেস্ক :

ট্রাভেল এজেন্সি খাতের যে কেউ গুরুতর অসুস্থ হলে, সে ক্ষেত্রে আর্থিক সংকটে ওই ব্যক্তির চিকিৎসায় পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড টুরিজম এক্সপো-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে এ ঘোষণা দেন মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, নয় বছর ধরে প্রতিকূল-অনুকূল নানা পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ সময়ের মধ্যে অনেকে এ খাতে এসে হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইউএস-বাংলা বিভিন্ন ত্যাগস্বীকার করে সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিতে কাজ করছে।

ভবিষ্যতে এ খাতের এজেন্সিগুলোর যে কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার সুস্থতায় ইউএস-বাংলা সব ধরনের ব্যয়ে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এজেন্সি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন