আন্তর্জাতিক ডেস্ক :
চলতি বছর মিয়ানমারে অন্তত ১৬৫ শিশুকে হত্যা করেছে জান্তা বাহিনী। এমন অভিযোগ করেছে দেশটির নির্বাসিত বিরোধী জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী, নাগরিক সমাজ এবং ক্ষমতাচ্যুত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এনইউজি। তাদের তথ্যানুসারে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জান্তা বাহিনীর হাতে ৭৮ শতাংশ বেশি শিশু প্রাণ হারিয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এনইউজির অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’ বলে মনে করছেন মিয়ানমারে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সদস্যরা। এ সংক্রান্ত প্রতিবেদনগুলোতে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।
এর আগে, গেল সেপ্টেম্বরে সাগাইং অঞ্চলে একটি স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় বহু শিশুর মৃত্যু হয়। এ ছাড়াও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে সাম্প্রতিক গোলাবর্ষণেও বহু হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের মধ্যে বহু শিশু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে। এরপর তাকে এবং অন্যান্য কর্মকর্তাকে গ্রেফতার করে এবং গণতন্ত্রপন্থি বিক্ষোভ এবং ভিন্নমত দমনে সক্রিয় হয়। ক্ষমতা দখলের পর তারা কয়েক হাজার মানুষকে হত্যা করে এবং ১৬ হাজারের বেশি মানুষকে জেলে পাঠায়।
