হোম রাজনীতি একীভূত হলেও দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকই থাকবে

একীভূত হলেও দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকই থাকবে

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

নিউজ ডেস্ক:
এক বা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হলেও দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকই থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকই থাকবে। অন্য দলের নাম-মার্কা ডিজলব হবে। এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে। আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে চলে আসবে।

এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে যাচ্ছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারি ছিলেন প্রতিনিধি দলে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়া পর যোগ্য দলগুলোর বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা ২২ দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কমিটিসহ প্রাসঙ্গিক দলিলপত্র দেখতে সরেজমিন তদন্ত শেষ হয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল নিবন্ধন পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে। দলদুটির মধ্যে এই আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়, সেজন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন অনুরোধ জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন