হোম জাতীয় একা পেয়ে পুত্রবধূকে ‘হত্যা’ করলেন শ্বশুর

জাতীয় ডেস্ক:

যশোরের চৌগাছায় পুত্রবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে নিহতের স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার (১ জুলাই) সকালে মরদেহ উদ্ধার এবং শ্বশুর আনিছুর রহমানকে (৬০) আটক করে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর নিহত ইসমত আরার (২৮) স্বামী মজনু তার দুই ছেলে ও মা হালিমাকে নিয়ে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে একটি অনুষ্ঠানে যান। তখন বাড়িতে ইসমত আরা এবং তার শ্বশুর আনিছুর রহমান ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে স্বামী মজনুসহ অন্যরা বাড়িতে এসে ইসমত আরাকে ডাকতে থাকেন। তার কোনও সাড়া শব্দ না পেয়ে মজনু নিজের শোবার ঘরের সামনে গেলে ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। দরজা খুলে নিজের স্ত্রীর মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তার গলায় নখের আঁচড়, গলার মাঝখানে কালো দাগ দেখতে পান তারা। তখন শ্বশুর এশার নামাজ পড়তে মসজিদে ছিলেন।

তবে নিহত ইসমত আরার ভাবি ঝর্ণা বেগমের দাবি, তার ননদকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুর আনিছুর রহমান।

হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ওসি (তদন্ত) বেল্লাল হোসেন বলেন, তুচ্ছ ঘটনায় শ্বশুরের সঙ্গে পুত্রবধূর তর্কাতর্কির একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহতের গলায় দাগ ছিল। এ ঘটনায় শ্বশুরকে আটক এবং নিহতের স্বামী- শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন