হোম অন্যান্য এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা

এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ

নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া ফাতেমা তাসনিম জুমা তার বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন।

বুধবার পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে জুমা লিখেছেন, “এই বিজয় মুসলিমের, অমুসলিমের; হিজাবীর, নন হিজাবীর; নারীর, ঢাবির—আমাদের সবার।” তিনি এটিকে ব্যক্তিগত অর্জন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় হিসেবে দেখেছেন।

জুমা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করে ১০,৬৩১ ভোটে জয়লাভ করেছেন। চূড়ান্ত ফলাফলে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতে জয় হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের।

তিনি স্ট্যাটাসে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা রক্ষার জন্য দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও জানিয়েছেন এবং জানিয়েছেন, বিজয় উদযাপন নয়, এটি শিক্ষার্থীদের আশা ও অধিকার রক্ষার একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন