রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, কোন উন্নয়ন কাজে কোন ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমূখী সেতু নির্মাণ করার মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বকালের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছে। যারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে কটাক্ষ করে সমালোচনায় মূখর ছিল। আজ তারা জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার সাথে প্রশংসা করছেন। শুধু পদ্মা সেতু নয়; কর্ণফুলি টানেল, মেট্রোরেলের মত মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে চলেছেন ।
প্রতিমন্ত্রী বুধবার সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, দেশের অসহায় মানুষের মূখে হাসি ফুটাতে সরকার কার্যকরী বিভিন্ন উদ্যোগ গ্রহন করে তা বাস্তবায়ন করে চলেছে। গ্রামাঞ্চলের সাধারন মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে নানা কর্মসূচী গ্রহন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য যার যার অবস্থান থেকে এসব উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সমন্বতিভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, ওসি নূর ই আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অপরদিকে এদিন বিকেলে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপজেলার রাজগঞ্জ বাজারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজের পরিদর্শন ও স্থানীয় সূধী সমাজের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, এ্যাসিল্যান্ড আলী হাসান, সহকারি পুলিশ সুপার আশেক মামুন সুজা, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাতা আশরাফ হোসেন, অধ্যক্ষ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, আব্দুল হামিদ সরদার, আওয়ামী লীগ নেতা আকবর আলী প্রমূখ।