হোম ফিচার উন্নয়নের নামে সরকার লুটপাট চালাচ্ছে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক :

উন্নয়নের নামে সরকার লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন দলটির মহাসচিব।

তিনি বলেন, বন্যায় দেশের বহু মানুষের যখন দুর্বিষহ অবস্থা, তখন সরকার পদ্মা সেতু নিয়ে উৎসবে মেতে আছে। দুর্ভাগ্য, সরকার সেদিকে নজর না দিয়ে, বানভাসি মানুষকে উদ্ধার ও ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা না করে তারা পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে মেতেছে। তারা আজ দাবি করছে, এ দেশের উন্নয়নের একমাত্র দাবিদার। তারা উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করছে। এ দেশের মানুষকে কষ্ট দিচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিতে নেতৃত্বের সংকট নেই; বরং আওয়ামী লীগে নেতৃত্বের সংকট রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন