জাতীয় ডেস্ক :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, উন্নয়নে সারা বিশ্বকে চমকে দিয়েছেন শেখ হাসিনা। এক সময়ের অচেনা বাংলাদেশকে শেখ হাসিনা সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন।
যশোরে প্রবীণ ও শিশুদের জন্য নির্মিত ‘আমাদের বাড়ী’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামে এ নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
এ সময় নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান করে ইতিহাসে অমর হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অসিম কুমার সাহা, প্রফেসর ডা. এমএ রশিদ প্রমুখ।
