খেলাধূলা ডেস্ক :
ফুটবল ইতিহাসে ফ্রি-কিক থেকে গোল করায় পটু খেলোয়াড়দের নিয়ে কথা বলতে গেলে ডেভিড বেকহ্যামের নামটা মনে উঁকি দেওয়াই স্বাভাবিক। সাবেক ইংলিশ অধিনায়ক ক্যারিয়ারজুড়ে দৃষ্টিনন্দন সব ফ্রি-কিক গোল করে মুগ্ধতা ছড়িয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটানো ডেভিড বেকহ্যামের দখলেই আছে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ফ্রি-কিক গোলের রেকর্ড। তবে বেকহ্যামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে বেকহ্যামের স্বদেশি এক তারকার। এদিকে নিজের রেকর্ড ভাঙতে স্বদেশি তারকাকে অনুপ্রেরণা দিচ্ছেন স্বয়ং বেকহ্যাম।
সাউদাম্পটনের অধিনায়ক জেমস ওয়ার্ড-প্রাউসের খ্যাতি রয়েছে ফ্রি-কিক টেকার হিসেবে। ক্যারিয়ারের শুরু থেকেই সাউদাম্পটনেই আছেন ২৭ বছর বয়সী ইংলিশ তারকা। ক্লাবটির ঘরের ছেলে ওয়ার্ড-প্রাউস তার দলের পক্ষে নিয়মিত ফ্রি-কিক নিয়ে থাকেন। আর ফ্রি-কিক নেওয়ায় তার দক্ষতা গোটা ইউরোপেই তাকে খ্যাতি এনে দিয়েছে।
ফ্রি-কিক থেকে গোল করায় এরইমধ্যে তিনি ছাড়িয়ে গেছেন ইংলিশ লিগের অনেক মহারথীকে। ইংলিশ লিগে ফ্রি-কিক থেকে গোল করার হিসেবে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি হেনরি, জিয়ানফ্রাঙ্কো জোলার মতো তারকাকে। প্রিমিয়ার লিগের ইতিহাসেই ফ্রি-কিক থেকে গোল করায় তার সামনে এখন শুধুই বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ক্লাস অব ৯২’ এর সদস্য বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ডাইরেক্ট ফ্রি-কিক থেকে মোট ১৮টি গোল করেছেন।
সাউদাম্পটন অধিনায়ক ওয়ার্ড-প্রাউসের ডাইরেক্ট ফ্রি-কিক থেকে করা গোলের সংখ্যা ১৪টি। বেকহ্যাম ও ওয়ার্ড-প্রাউসের মধ্যে নেই আর কেউই। ১২টি করে গোল নিয়ে পরের স্থানে রয়েছেন রোনালদো-হেনরি ও জোলা।
সাউডাম্পটন অধিনায়ক শৈশব থেকেই তার আদর্শ মানেন তার পূর্বসূরি ইংলিশ তারকাকে। তার রেকর্ডের কাছাকাছি পৌঁছে দারুণ খুশি ওয়ার্ড-প্রাউস ছাড়িয়ে যেতে চান তার আইডল বেকহ্যামকে। ‘আমার মূল লক্ষ্য হচ্ছে আমার হিরোর (বেকহ্যাম) সঙ্গে দেখা করা। যদি আমি রেকর্ডটা করতে পারি, তাহলে হয়তো তার সাথে কথা হবে। তবে সেজন্য এখনো আরও অনেক দূর যেতে হবে।’
প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জোড়া গোল করেন সাউদাম্পটপন অধিনায়ক ওয়ার্ড-প্রাউস। সে ম্যাচের প্রথম গোলটি তিনি করেন ফ্রি-কিক থেকেই। দারুণ বাঁকানো শটে সেই গোলের পর মুগ্ধ বেকহ্যামও চান তার রেকর্ড দ্রুত ভেঙে দিক ওয়ার্ড-প্রাউস।নিজে ইনস্টাগ্রাম স্টোরিতে ওয়ার্ড-প্রাউসকে তার রেকর্ড ছোঁয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন বেকহ্যাম, ‘আমি অপেক্ষায় আছি (রেকর্ডের জন্য)। আজকেও দারুণ একটি গোল করেছো, আর ৪ টি প্রয়োজন।’