পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির(জেপি) সহ-সভাপতি এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান এ.কে.এম জাফর আলী বৃহস্পতিবার রাতে কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………….. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী. দুই ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় ¯^জন রেখে গেছেন। শুক্রবার জুমাবাদ কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে পরে আছর বাদ শিয়ালকাঠীর জোলাগাতী ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
জাফর আলীর মৃত্যুতে পৃথক ভাবে শোক প্রকাশ করেন কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।