হোম আন্তর্জাতিক ইসরাইলে দুদিন, ফিলিস্তিনে কয়েক মুহূর্ত বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক :

অধিকৃত পশ্চিমতীরের বাইবেলীয় শহর বেথেলহেমে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসতে শুক্রবার (১৫ জুলাই) তিনি পবিত্র শহরটিতে পা রাখেন।

আল-আরাবিয়াহের খবর বলছে, বাইডেন আসলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় দুটি ফিলিস্তিনি শিশু। মাহমুদ আব্বাসের অফিসের প্রবেশের আগে ফিলিস্তিনি ব্যান্ড শিল্পীরা মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশন করলে বাইডেন তার হাত আলগোছে বুকের ওপর রাখেন।

ইসরাইলি নেতাদের সঙ্গে দুদিনের একটানা আলোচনা শেষে আব্বাসের সাথে সংক্ষিপ্ত এক বৈঠকে যোগ দেন তিনি। এরপর আরব নেতাদের সঙ্গে বৈঠকে বসতে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন তিনি।

পশ্চিমতীরের ফিলিস্তিনিদের জন্য ২০ কোটি মার্কিন ডলার সহযোগিতা ঘোষণার কথা রয়েছে বাইডেনের। এরআগে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের হাসপাতালের সহযোগিতার জন্য ১০ কোটি ডলার সাহায্যের ঘোষণা আসে তার কাছ থেকে।

এ সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি তার সমর্থনের কথা জানান। তার এ সফরে নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ নেবেন বলে মনে হচ্ছে না। শান্তিচুক্তি শুরু করতে মার্কিন ঢিলেমিতে অসন্তোষ প্রকাশ করেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

বাইডেনের মোটর শোভাযাত্রা জেরুজালেমে যাওয়ার পথে একটি বিলবোর্ড টাঙিয়ে রেখেছে ইসরাইলের একটি মানবাধিকার গোষ্ঠী। তাতে লেখা: ‘জনাব প্রেসিডেন্ট, এটি জাতিবিদ্বেষ’।

ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি নিপীড়ন ‘জাতিবিদ্বেষের’ পর্যায়ে পৌঁছে গেছে বলে মনে করছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন