বাণিজ্য ডেস্ক :
ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ করেছে। টুইটার চুক্তি সম্পন্ন হওয়ার পরই তিনি সাময়িকভাবে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) সিএনবিসি জানিয়েছে, মাইক্রো ব্লগিং সাইটটি ৪৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণের পর ইলন মাস্ক টুইটারের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কয়েক মাসের জন্য কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
একই দিনে প্রকাশিত এসইসি কার্যালয়ের তথ্য অনুসারে, ইলন মাস্ক টুইটার কেনার জন্য তার বন্ধু এবং অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৭ দশমিক ১৪ বিলিয়ন ডলার জোগাড় করতে সক্ষম হয়েছেন।
সিএনবিসি সূত্র জানিয়েছে, মাস্ক তার বিনিয়োগকারীদের নিজে যাচাই-বাছাই করে নির্বাচন করেছেন। তিনি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন থেকে এক বিলিয়ন ডলার থেকে শুরু করে পূর্বে স্পেসএক্সে বিনিয়োগকারী হানিকম্ব অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে ৫ মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ নিয়েছেন।
টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিও ইলন মাস্কের টুইটার কিনে নেওয়ার বিষয়ে সমর্থন করতে পারেন। মাস্ক অতি শিগগিরই বা একত্রীকরণ সমপন্ন হওয়ার আগে ডরসির সঙ্গে শেয়ার কেনার সম্ভাবনার বিষয়ে কথা বলেছেন।
এদিকে টুইটারের বর্তমান সিইও পরাগ আগরওয়াল গত নভেম্বর মাসেই ডরসির কাছ থেকে নেতৃত্ব নেওয়ার পর মাত্র কয়েক মাস কোম্পানির নেতৃত্ব দিয়েছেন। এখন অবধি, ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর নেতৃত্বে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে তেমন একটা আলোচনা হয়নি।
গেল মাসে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল, ইলন মাস্ক টুইটারের জন্য একজন নতুন সিইও খুঁজছেন।
রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়, আগরওয়াল গত মাসে কোম্পানির টাউন হল মিটিং চলাকালীন কর্মীদের বলেছিলেন, মাস্কের অধীনে টুইটারের ভবিষ্যত অনিশ্চিত।